আশাশুনির খরিয়াটিতে মামলা করে বিপাকে কলেজ ছাত্রী

0
673

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনির খরিয়াটিতে মামলা করে বিপাকে পড়েছে কলেজ ছাত্রী তিশা খাতুন। আসামীরা জামিনে এসে মামলা তুলে না নিলে খুন জখম সহ বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। এঘটনায় তিশাসহ তার পরিবারের লোকজনের নিরাপত্তার জন্য শনিবার আশাশুনি থানায় ১১১৪নং একটি সাধারণ ডায়েরী করেছে। মামলা ও সাধারণ ডায়েরী সূত্রে জানাগেছে, গত ৪/৬/২০ তারিখ মজিদ গাজীর বাড়ীতে জুয়া খেলা চলাকালীন সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়। এঘটনায় সন্দেহমূলকভাবে তিশার পিতা খরিয়াটি গ্রামের কামরুল ইসলাম মোড়লকে খরিয়াটি গ্রামের রউফ গাজীর পুত্র রবিউল ইসলাম, জাহাবক্স গাজীর পুত্র নাছিম গাজী, পীর আলী গাজীর পুত্র মোর্তাজুল ও রানা গাজী, আফতাব মোড়লের পুত্র আকরাম মোড়ল, আফিল মোড়লের পুত্র রাসেল, জালাল মোড়লের পুত্র হারুন, আজগার গাজীর পুত্র সুজন গাজী সহ ১২/১৩ জন বেদম মারপিট করে মারাত্মক জখম করে। ঘটনা জানতে পেরে তিশার মা ও তিশা ছুটে আসলে তাদেরকেও মারপিট করে আহত করা হয়। মুমুর্ষ অবস্থায় কামরুল মোড়লকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় তিশা খাতুন বাদী হয়ে আশাশুনি থানায় ৯/৬/২০ তারিখে ১২জনকে আসামী করে ৫নং একটি নিয়মিত মামলা দায়ের করে। থানা পুলিশ ৭/৮ জন আসামীকে আটক করে জেল হাজতে পাঠায়। এর ভিতর কয়েকজন জামিনে এসে ২৬/৬/২০ তারিখে বিকাল ৪টার সময় তিশার বাড়ীর সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মামলা তুলে না নিলে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। এঘটনায় পরিবারের নিরাপত্তা চেয়ে তিশা খাতুন ২৭/৬/২০ তারিখে আশাশুনি থানায় ১১১৪নং একটি সাধারণ ডায়েরী করে। এব্যাপারে তিশা খাতুনের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।