আশাশুনিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন

0
387

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে বাংলাদেশ সেনা বাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
৪১ ফিল্ড এ্যাম্বুলেন্স, সিভিল সার্জন সাতক্ষীরা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আশাশুনির সহযোগিতায় ১০৫ পাদাতিক ডিভিশন ও ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ও চার্জিং লাইনের পরিচালনায় আয়োজিত চিকিৎসা ক্যাম্পেইনের সূচনা করেন, ব্রিগেডিয়ার জেনারেল খালেদ কামাল পিএসসি। এসময় লেফঃ কর্ণেল ফারহান মনির, ক্যাপ্টেন সাকিব, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক প্রাভষক মাসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ বি এম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার ক্যাম্প চলাকালে কার্যক্রম পরিদর্শন করেন। ৯ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল ফারহান মনিরের তত্ত্বাবধানে ক্যাম্পে মেজর মশিউর, মেজর আহসান, মেজর সাবের, ক্যাপ্টেন মাহমুদা, ক্যাপ্টেন নওরিন ও আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিঠুন বিশ্বাস ২৩৫ জন নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্প থেকে রোগিদের ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।