আশাশুনিতে সরকারী সম্পত্তি থেকে অবৈধ স্থাপনা অপসারণ

0
390

মইনুল ইসলাম: আশাশুনি উপজেলার খাজরায় সরকারী সম্পত্তি থেকে অবৈধ্য স্থাপনা অপসারণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট পাপিয়া আক্তার অপসারণ অভিযান চালিয়ে খাজরা ইউনিয়নের খাজরা বাজার সংলগ্ন ছোট দূর্গাপুর মৌজার এসএ ৪ খতিয়ানের ১৪০ দাগের ভিপি সম্পত্তি থেকে অবৈধ স্থাপনা অপসারণ করেন। উপজেলা ভূমি অফিস সূত্রে জানাগেছে, খাজরা ইউনিয়নের ছোট দূর্গাপুর এলাকার অসহায় আজিমন বিবি দীর্ঘ কয়েক বছর সরকার বাহাদুরের রাজস্ব প্রদান মাধ্যমে ৩৩ শতক ভিপি জমি লীজ গ্রহণ করেন এবং প্রতিবছর তা নবায়ন করেন। অন্যদিকে একইে এলাকার আবু রায়হান ও তার মামা আবুল কালাম প্রতিবেশি আজিমন বিবির জমির পার্শ¦বর্তী স্থানের একটি সরকারী জমির ২০১৮সালে ডিসিআর গ্রহণ করেন। ডিসিআর প্রাপ্তির পর আবু রায়হান গং তাদের সম্পত্তি ছেড়ে আজিমন বিবির নবায়নকৃত ভিডি জমিতে অবৈধ ভাবে অনুপ্রবেশ করে রাতা-রাতি সেখানে ঘরবাড়ী তৈরী করে উক্ত জমি দখল করে। অসহায় আজিমন বিবি চলতি বছরের এপ্রিল মাসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবু রায়হানের বিরুদ্ধে তার দখলীয় সম্পত্তি জবর দখলের জন্য অভিযোগ দাখিল করেন। পরে গত ইং ১৫/০৪/১৯ তারিখে অভিযোগের শুনানিতে রায়হান নিজে মুখে স্বীকার করেন যে তিনি সরকারী সম্পত্তিতে অবৈধ অনুপ্রবেশকারী। আবু রায়হান গংদের উক্ত সম্পতি থেকে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হলে ঘটনার ৩ মাস অতিবাহিত হলেও আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে তারা তাদের অবৈধ স্থাপনা অপসারণ না করায় সোমবার বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট পাপিয়া আক্তার সরেজমিন গিয়ে সরকারী সম্পত্তি থেকে অবৈধ্য স্থাপনা অপসারণ করেন। এসময় ভিপি সহকারী নুরুল ইসলাম, সার্ভেয়ার অমল ঘোষ ও আশাশুনি থানা পুলিশ উপস্থিত ছিলেন।