আশাশুনিতে ভোগদলীয় জমি জবর দখলের চেষ্টা!

0
230

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার আনুলিয়াতে ভোগদখলীয় ও রেকর্ডীয় পৈত্রিক সম্পত্তিতে জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, ইউনিয়নের পাইকপাড়া গ্রামের এসএ মালিক মহাতাব উদ্দিনের নামে পাইকপাড়া মৌজায় এসএ ১০, বিএস ২৫ খতিয়ানে এসএ ৮ ও হাল ১০ নং দাগে ১৬ শতক জমির মধ্যে ১১ শতক, সাবেক ২ ও হাল ২ দাগে ৭৮ শতক জমির মধ্যে ১৩ শতক ও সাবেক ১৩, হাল ১৫ দাগে ০১ শতক (কবরস্থান) মোট ২৫ শতক জমি রেকর্ড আছে। উক্ত জমিতে পৈত্রিক সূত্রে ওয়ারেশ আশরাফ, শামছুর, আছাদুর, শাহাদাৎ, ফজলু, মেহরুন, জয়নাব, শেফালী ও শিউলি দীর্ঘ ৪০/৪৫ বছর যাবৎ শান্তিপূর্ণ ভাবে ভোগদখলিকার আছেন। কিন্তু মৃত ফেরদৌস গাজীর ওয়ারেশ মহাসীন আলম গংরা জবর দখলের চেষ্টা চালাচ্ছে। এব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতে একটি অভিযোগ দায়ের করেন প্রতিপক্ষ মহাসীন গং। এঘটনায় স্থানীয় পত্র-পত্রিকায় গ্রাম পুলিশ মোরালী ও আইয়ুব আলী খাঁর বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। কিন্তু এব্যাপারে তারা দুই জন অভিযুক্ত নয়। আশরাফ উদ্দীন গংরা স্থানীয় চেয়ারম্যান আলমগীর আলম লিটনের প্রতি পূর্ণ আস্থা আছে এবং গ্রাম্য আদালতের প্রতি ন্যায় বিচার প্রত্যাশী।