আশাশুনিতে ভূয়া কবিরাজের প্রতারণায় সর্বশান্ত এক দিনমুজুর অসহায় পরিবার

0
937

মইনুল ইসলাম, আশাশুনি:
আশাশুনি উপজেলার বড়দলে ভুয়া করিরাজের ফাঁদে পড়ে দেড়লাখ টাকা খোয়া গেছে এক অসহায় পরিবারের। সহায় সম্ভল হারিয়ে মানসিক ভারসাম্য হারাতে বসেছে দিনমুজুর এ পরিবারের লোকজন। ভুক্তভোগী পরিবার সূত্রে জানাগেছে, গত ১৪ অক্টোবর বড়দল ইউনিয়নের মধ্যম বড়দল এলাকার কারিগর পাড়ার বাশের আলীর স্ত্রীর কবিরাজি চিকিৎসা করতে যান একই ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের শফিকুল ইসলাম সরদারের স্ত্রী আঞ্জুয়ারা বেগম। চিকিৎসাকালে কবিরাজ আঞ্জুয়ারা বেগম তাদের জানান, আপনাদের বাড়ীর মাটির নিচে স্বর্ণ আছে। আপনারা যদি চান আমি তুলে দিতে পারি। বিষয়টি নিয়ে একাধিকবার যাতাযাতের মধ্যে কবিরাজ আঞ্জুয়ারা বেগম ও তার নাম না জানা গুরুবাবা অন্ধকার রাতে বাশের আলীর স্ত্রী, পুত্র শাহীনুর রহমান ও পুত্রবধু সুফিয়াকে নিয়ে তাদের টিউবওয়েলের পাশ্ববর্তী স্থানে কোদাল দিয়ে মাটি খুড়ে একটি স্বর্ণের সাদৃশ্য পুতুল ও একটি ছোট সোনার খনি দেখান। যা প্রায় সাড়ে উনিশ কেজি বলে জানান কবিরাজ। এরপর কবিরাজ জানান, এ স্বর্ণগুলো পেতে হলে সাতক্ষীরা লাশকাটা ঘরের পাশে শ্মশানের বাবার থানে দেড়লাখ টাকা সাদকা দিতে হবে। বাবা রাজি খুশি হলে তোমরা পেয়ে যাবে প্রায় সাড়ে উনিশ কেজি সোনা। এমতাবস্থায় শাহীনুর রহমানের পরিবার তড়িৎ গতিতে ধনী হওয়ার লোভে পড়ে দুষ্ট কবিরাজের মিষ্টি কথায় রাজি হয়ে যান। তার কিছুদিন পরে শাহীনুর রহমান তাদের সহায় সম্ভল বিক্রি ও বন্ধক রেখে মোট দেড়লাখ টাকা সাতক্ষীরায় বাবার থানে দিয়ে আসেন। কবিরাজের শর্ত থাকে বাবার থানে টাকা দিয়ে আর পিছু ফেরা যাবে না, ফিরলে ছেলে মারা যাবে। বাবার থানে টাকা দিয়ে আসার পর থেকে কবিরাজ ও তার সহকারীরা স্বর্ণ তুলে দেওয়া তো দূরের কথা ঘটনার পর থেকে তারা এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে বলে জানাগেছে। এব্যাপারে খোঁজ নিয়ে জানতে চাইলে কবিরাজ আঞ্জুয়ারা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা হামলায় না গিয়ে আমি আপনাদের ও শাহীনুরদের নিয়ে বসাবসির মাধ্যমে একটি মিমাংসা করে নেব। কিন্তু পরবর্তীতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনবারই ফোন রিসিভ করেননি। এব্যাপারে ভুক্তযোগী শাহীনুর ইসলামের পরিবার জানান, আমরা অতি দরিদ্র পরিবারের মানুষ। ভূয়া কবিরাজের মিথ্যা কথা বিশ্বাস করে আমরা আমাদের সহায় সম্বল বন্ধক ও বিক্রয় করে এখন পথে বসে গিয়েছি। সময় শেষ হতেই পাওনাদারদের পাওনা মিটিয়ে দিতে না পারলে হয়তো আত্মহত্যা করা ছাড়া আর কোন পথ থাকবে না। এমতাবস্থায় সমাজের শত্রু, ভুয়া কবিরাজ আঞ্জুয়ারা বেগম ও তার সহযোগীদের অতিদ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহল।