আশাশুনিতে চাঁদার টাকা না পেয়ে কয়েকজনকে মারপিটের অভিযোগ

0
308

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা, ইউপি সদস্য, কামালকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক উদয় কান্তি বাছাড়ের বিরুদ্ধে খালখালী খাল খননকে কেন্দ্র করে ৩ জনকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সকাল সাড়ে ৭ টায় কামালকাটি বালুর মাঠ সংলগ্ন শালখালী খালে। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে শালখালী খালের কামালখাটি অংশে বেকু (মাটিকাটা) মেশিন দিয়ে খাল খননের কাজ করা হচ্ছিলো। খাল খননের একপর্যায়ে আওয়ামী লীগ নেতা, ইউপি সদস্য, কামালকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক উদয় কান্তি বেকু(মাটিকাটা) মেশিনের পাশে এসে সাব-কন্টাক্টর ফিরোজ হোসনেকে বলেন, কামালকাটি অংশে বেকু (মাটিকাটা) মেশিন দিয়ে মাটি কাটা যাবে না। মেশিন অপর পাশে নিয়ে যান। এসময় সেখানে উপস্থিত থাকা বাঁকড়া দাশেরকুনে গ্রামের মৃত আমির শেখের ছেলের নাজিম উদ্দীন শেখের সাথে উদয় কান্তি বাছাড়ের কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে উদয় কান্তি বাছাড় ক্ষিপ্ত হয়ে নাজিম শেখের উপর চড়-থাপ্পর, কিলখুশি মারতে থাকে। পরবর্তীতে সেখানে বাঁকড়া দাশেরকুনে গ্রামের আবদুস সালামের ছেলে আব্দুর রহিম ও দাউদ সরদারের ছেলে ছলেমান সরদার উপস্থিত হলে উদয় কান্তি বাছাড়ের সাথে কামালকাটি গ্রামের মৃত বাবর আলীর ছেলে একাধিক নাশকতা মামলার আসামী মফিজ উদ্দীনসহ কয়েকজন তাদের উপর মারপিট করে ঘটনা স্থান ত্যাগ করেন। এবিষয়ে ভূক্তভোগী নাজিম উদ্দীন জানান, ইউপি সদস্য উদয় কান্তি বাছাড় আমাদের এ পাশে (বাঁকড়া দাশেরকুনে) মেশিন চলবে না, এ জন্য ৫০ হাজার টাকা দাবী করেন। আমরা গরীব মানুষ ৫০ হাজার টাকা কোথা থেকে দেবো। তার চাহিদা মত টাকা না দিতে পারাই আমাদের উপর ক্ষিপ্ত হয়ে মারপিট করেন। এবিষয়ে শালখালী খালখনের দায়িত্বে থাকা সাব-কন্টাক্টর ফিরোজ হোসেন জানান, সকালে উদয় কান্তি বাছাড় এসে কামালকাটি অংশে খাল খনন করতে নিষেধ করেন এবং বেকু মেশিন অপর পাশে নিয়ে যেতে বলেন। এ বিষয়ে শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য গফফার হোসেন উদয় কান্তি বাছাড় কর্তৃক কয়েকজনকে মারপিটের বিষয়ে সত্যতা স্বীকার করেন। এবিষয়ে জানার জন্য খালখনের দায়িত্বে থাকা এসও সাইদুল ইসলামের ব্যবহারিত (০১৭১৮-২৩৫৬৮৬) মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। এবিষয়ে জানার জন্য শোভনালী ইউপি চেয়ারম্যান ম. মোনায়েম হোসেন ব্যবহারিত (০১৭১৩৯১৫৬৬৭) মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। এবিষয়ে অভিযুক্ত উদয় কান্তি বাছাড়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সকালে সেখানে গিয়ে শুধুমাত্র মাটিকাটা মেশিন বন্ধ করতে বলেছিলাম। এসময় অপর পাশে থাকা কয়েকজনের সাথে একটু কথা-কাটাকাটি হয়েছিলো। তাদের উপর কোন মারপিট করা হয়নি বলে তিনি জানান।