আশাশুনিতে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

0
417

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে গ্রাম আদালত বিষয়ক দু’দিনের রিফ্রেসার্স ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ১১ ও ১২ নভেম্বর এ দু’দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বুধহাটা, কুল্যা, দরগাহপুর, আশাশুনি সদর ও কাদাকাটি ইউনিয়নের ৫৫ জন ইউপি সদস্যের অংশ গ্রহনে প্রশিক্ষণ অনুষ্ঠানে সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। কোর্স পরিচালনা করেন, স্থানীয় সরকার সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ হুসাইন শওকত। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউএনডিপি প্রতিনিধি রাজু জবেদ, প্রকল্পের জেলা সমন্বয়কারী জহির উদ্দিন, গ্রাম আদালত সহকারী মহেষ চন্দ্র মন্ডল ও ছন্দা রানী মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা বিনিময়, বিকল্প বিরোধ নিষ্পত্তি, গ্রাম আদালত আইন ও বিধি, শুদ্ধাচার মুল্যবোধ ও গ্রাম আদালত, জেন্ডার, শিখন ভিডিও প্রদর্শন, ফৌজদারী ও দেওয়ানী মামলার কেসের ওপর মকট্রায়াল প্রস্তুতি প্রভূতি বিষয়ক নিয়ে আলোচনা করা হয়।