আশাশুনিতে খাস জমির উপর অবৈধ পাকাঘর নির্মাণ কাজ বন্ধ

0
393

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার আঁগরদাড়ীতে খাস জমির উপর অবৈধভাবে পাকাঘর নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে। জানাগেছে, উপজেলার কুল্যা ইউনিয়নের আঁগরদাড়ী মৌজায় ১নং খাস খতিয়ানের ৮৪৬ ও ৮৪৭ দাগে প্রায় ৯০শতক জমিতে পাকিস্থান আমল থেকে বাজার বসতো। বাজারটি “কচুয়ার বাজার” নামে পরিচিত ছিল। ওই জমিতে আঁগরদাড়ী গ্রামের মৃত মোবারক সরদারের পুত্র জাকির সরদার ৯ মার্চ’১৮ ইং তারিখ শুক্রবার একটি পাকা ঘর নির্মাণের কাজ করছিলেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীনকে অবহিত করা হলে, তিনি স্থানীয় ভূমি কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ভূমি কর্মকর্তা সাথে সাথে অবৈধ ঘর ভেঙে নেয়ার জন্য বললেও তারা নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ করতে থাকে। অতপর ১১ মার্চ’১৮ ইং তারিখ রবিবার বিকালে তৎকালীন ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা আঃ বারী ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মাণাধীন ঘর ভেঙে দেন। অতপর তারা দুইমাসের অধিক সময় বিরতি দিয়ে সোমবার সকালে পূনরায় সেই খাস জমির উপর অবৈধভাবে পাকাঘর নির্মাণ কাজ শুরু করলে বুধহাটা ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মমিনুর রহমান খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মাণাধীন ঘর ভেঙে দেন এবং কাজ না করার জন্য নির্দেশ প্রদান করেন। অবৈধ দখল থেকে খাস জমিটি রক্ষা পায় তার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।