আলীম ও ইষ্টার্ন জুট মিল শ্রমিকদের আজ ২৪ঘন্টা মিল ধর্মঘট

0
424

ফুলবাড়ীগেট (খুলনা)প্রতিনিধি ঃ রাষ্টায়ত্ব সকল পাটকল শ্রমিকদের বকেয়া মজুরী কমিশন ও উৎপাদনশীলতা কমিশন রোয়েদাদ বাস্তবায়ন সহ ১১ দফা দাবীতে খুলনা যশোর মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ৭দিনের কেন্দীয় কর্মসুচীর অংশ হিসাবে সোমবার সকাল ১০টায় খুলনার আটরা শিল্পাঞ্চলের ইষ্টার্ন ও আলীম জুট মিল শ্রমিকরা খুলনা যশোর মহাসড়কে পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী আজ মঙ্গলবার সকাল ৬টা হতে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত মিল ধর্মঘট সফল করার লক্ষে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে ইস্টার্ণগেটে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন ইস্টার্ণ সিবিএ সভাপতি মোঃ আলাউদ্দিন, আলিম সিবিএ সভাপতি মোঃ সাইফুল ইসলাম লিঠু,সাধারন সম্পাদক আঃ হামিদ সরদার, মোঃ জাকারিয়া হোসেন, হক মহলদার, আঃ সালাম, হাফিজুর রহমান, নজরুল ইসলাম, আলতাফ হোসেন, বদরউদ্দীন বিশ্বাস, সরদার আলমগীর হোসেন, আফসার সরদার, ইউসুফ গাজী, ইজদান আলী, নাজমুল সরদার, ইদ্রিস আলী প্রমুখ। আজ ৩ডিসেম্বর সকাল ৬টা হতে ৪ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত মিল ধর্মঘট। ঘর্মঘট চলাকালে স্ব -স্ব মিলগেটে শ্রমিক সমাবেশ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় ও ১০ ডিসেম্বর আমরণ অনশন সমর্থনে গেট সভা ও শপথ গ্রহন, ১০ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টা হতে আমরণ অনশন শ্রমিক কর্মচারীদের পোষ্যদেরকে নিয়ে স্ব -স্ব মিলগেটে একর্মসূচী পালন করবে।