আলিম ও ইষ্টার্ণ জুট মিলস্ শ্রমিক কর্মচারীদের ১১দফা দাবীতে আমরণ গণ-অনশন কর্মসূচী

0
396

ফুলবাড়ীগেট প্রতিনিধি: বাংলাদেশ রাষ্ট্রয়াত্ব পাটকল সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদের মজুরী কমিশন বস্তবায়ন সহ ১১দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে ৭দিনের কেন্দ্রীয় কর্মসূচীর শেষ দিন আটরা শিল্প এলাকার আলিম ও ইষ্টান জুট মিলের শ্রমিক কর্মচারীরা তাদের পোষ্যদের নিয়ে মঙ্গলবার বেলা ২টায় ইষ্টান জুট মিল ১নং গেটে আমরণ গণ-অনশন কর্মসূচী পালন করছে। কর্মসূচী চলাকালে শ্রমিক নেতৃবৃন্দ বক্তৃতায় বলেন সরকার কর্তৃক ঘোষিত জাতীয় মজুুরী কমিশন বাস্তবায়নের ঘোষনা দিতে হবে। পাবলিক প্রাইভেট পার্টনারশীপ(পিপিপি) প্রকল্পের সকল কার্যক্রম বন্ধ করতে হবে। অবসরকৃত শ্রমিক-কর্মচারীদের পিএফ ও গ্রাইচুইটির টাকা এককালিন প্রদান সহ ১১দফা দাবী না মানা পর্যন্ত আমরণ গণ-অনশন কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষনা দেন নেতৃবৃন্দ। ইষ্টান জুট মিল সিবিএ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আকছার আলীর সভাপতিত্বে আলিম জুট মিল সাবেক কোষাধক্ষ মোঃ আমিরুল ইসলাম ও ইষ্টান জুট মিলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন আলমগির হোসেন, আঃ হক মহলদার, হাফেজ আঃ সালাম, আমিরুল ইসলাম, ইজদান আলী, মোজাম্মেল হক, হাসান শরীফ, আঃ রব মোল্লা আঃ রশিদ, আঃ মজিদ মোল্ল্যা, শেখ জাকারিয়া, সর্দার আনোয়ার হোসেন, মেহেদি হাসান বিল্লাল, মনিরুল ইসলাম আকুন্জি, শেখ শামিমুল ইসলাম, ইদ্রিস আলী আনশন চলাকালে সন্ধায় আন্দোলনরত শ্রমিক কর্মচারিদের ন্যায় সঙ্গত দাবির পক্ষে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম ।