আর্ন্তজাতিক সাক্ষরতা দিবসে থিং ট্যাংকের সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

0
473

বিজ্ঞপ্তি : আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আজ শনিবার (৮ সেপ্টেম্বর-১৮)বিকেলে খালিশপুর ওব্যাট প্রাইমারী স্কুল প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী যুব সংগঠন ওব্যাট থিং ট্যাংক-এর উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। ওব্যাট খুলনার প্রজেক্ট ম্যানেজার মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইএসডিসিএম-এর প্রজেক্ট ম্যানেজার সোহেল আক্তার খান, বিশেষ অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজন খালিশপুর থানা কমিটির সাধারণ সম্পাদক খলিলুর রহমান সুমন, এসপিজিআরসি-খুলনার সহ-সভাপতি ফরিদ খান, হাবিবুর রহমান, নুরুল হুদা, মোঃ ইকবাল। গোলাম হাসনাইনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন ওব্যাট প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক শারজিল জেলানী,মিলন বিশ্বাস, সায়মা আক্তার খুশবু, শামীমা পারভীন, শবনম রানী, সুমাইয়া সোমা, আতিকুল ইসলাম, মোঃ ফয়সাল, হুমায়রা নাজ হুমা, আফরোজা, সেহরিন আক্তার নদী প্রমূখ। পরে এ দিবসের গুরুত্ব তুলে ধরে বিশেষ নাটক মঞ্চস্থ হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’।
প্রধান অতিথি বলেন, শুধু সাক্ষরজ্ঞান থাকলেই হবে না সুশিক্ষায় শিক্ষিত হতে হবে সকলকে। দেশে সাক্ষরতার হার বেড়েছে। সাক্ষরতার মাধ্যমে জ্ঞান অর্জনের দ্বার উন্মুক্ত হয়, যা জীবনব্যাপী শিক্ষার সুযোগ তৈরি করে। তাই সাক্ষরতা অর্জন দেশের মানব সম্পদ তৈরির প্রথম ধাপ। এক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।