আর্তমানবতার ডাকে সাড়া দিয়ে করোনায় বিপর্যস্ত মানুষের কল্যাণে এগিয়ে আসুন: সাংসদ বাবু

0
508
ওবায়দুল কবির সম্রাট, কয়রা:
খুলনা-৬ (কয়রা -পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, সারাদেশের মানুষ আজ করোনা ভাইরাস আতঙ্কে গৃহবন্দী। এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সরকার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তৃণমূলের মানুষকে সব সময় সহযোগিতা করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি আমরা সবাই যদি এগিয়ে আসি তাহলে কয়রা-পাইকগাছাসহ দেশের মানুষ না খেয়ে থাকবে না।
এমপি আক্তারুজ্জামান বাবু সমাজের বিত্তবান ব্যক্তিদের আর্তমানবতার ডাকে সাড়া দিয়ে করোনায় বিপর্যস্ত মানুষের কল্যানে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
মঙ্গলবার বিকালে কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রামে করোনায় কর্মহীন শ্রমজীবী দুই শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষেরাই বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। তারা এখন খাদ্য ও অর্থ সংকটে ভুগছে। সরকারের পাশাপাশি আসুন সমাজের বিত্তবান ব্যক্তিরা মিলে এই সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াই, কর্মহীন শ্রমজীবী মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেই। সাথে সাথে করোনা প্রতিরোধে সরকারি সকল বিধি-নিষেধ মেনে চলি।
এ সময় উপস্থিত ছিলেন কয়রা থানা অফিসার ইনচার্জ রবিউল হোসেন, বাগালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ গাজী, অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান খোকন, জিনারুল ইসলাম বাচ্চু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আমিনুল হক বাদল, সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।