আমেরিকার গালে চড় বসিয়ে দিলাম: খামেনি

0
251

খুলনাটাইমস বিদেশ : ইরাকের মার্কিন ঘাঁটিতে পরিচালিত ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের গালে একটি চড় বসিয়ে দিলাম’। ১৯৭৮ সালের কোম বিক্ষোভের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সে সময় মঙ্গলবারের হামলাকে ‘সফল’ দাবি করেন তিনি। কোম বিক্ষোভের ধারাবাহিকতায় ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সংগঠিত হয়। সেই বিক্ষোভ স্মরণে আয়োজিত অনুষ্ঠানে খামেনি বলেন, “যখন সংঘাতের প্রসঙ্গ আসে তখন এ ধরনের সামরিক হামলা যথেষ্ট নয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, [মধ্যপ্রাচ্যে] আমেরিকার অবস্থানের অবসান ঘটানো।” ইরানকে শান্তিকামী দেশ হিসেবে আখ্যা দিয়ে খামেনি আরও বলেন, কেউ যদি তাদের ক্ষতি করতে চায় তা হলে সেটির বিরুদ্ধে জবাব দেয়ার ক্ষমতা রয়েছে তেহরানের। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রও হামলার কথা স্বীকার করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালিয়েছে আইআরজিসি।