আবারো নিজেকে শিশু মনে হচ্ছে : ব্রাভো

0
257

খুলনাটাইমস স্পোর্টস : অবসর ভেঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর নিজেকে শিশু বলে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ৩৬ বছর বয়সী ব্রাভোর মতে এ যেন তরুণ বয়সে প্রথমবারের মত জাতীয় দলে ডাক পাওয়া। পাশাপাশি দেশের হয়ে আবারও খেলার সুযোগ পেয়ে দারুন খুশী তিনি। আজ থেকে শুরু হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ক্যারিবীয় দলে সুযোগ পেেেয়েছন ব্রাভো। বোর্ডের সাথে দ্বন্দের কারণে ২০১৮ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন ব্রাভো। তবে ফ্র্যাঞ্চাইভিত্তিক ক্রিকেটে খেলে যাবার ঘোষণা দেন ব্রাভো। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইভিত্তিক লিগে খেলে আসছেন তিনি। কিন্তু আগামী টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই নুতন পরিকল্পনা শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সেই সুবাদে ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়কের পদেও পরিবর্তন আনেন তারা। হার্ড-হিটার ব্যাটসম্যান কাইরন পোলার্ডকে দেয়া হয়ে ঐ দুই ফরম্যাটের দায়িত্ব। পোলার্ড দায়িত্ব নেয়ার পর আবারো দলে ফিরলেন ব্রাভো। তিন বছরেরও বেশি সময় পর ওয়েস্ট ইন্ডিজের টি-২০ দলে ডাক পেলেন তিনি। ২০১৬ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলের হয়ে সর্বশেষ টি-২০ ম্যাচ খেলেছিলেন ব্রাভো। এরপর বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেরিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে বল হাতে ৫২ উইকেট ও ব্যাট হাতে ১,১৪২ রান করেছেন ব্রাভো। দেশের হয়ে আবারো মাঠে নামার জন্য উদগ্রীব হয়ে আছেন ব্রাভো, ‘এটি দুর্দান্ত অনুভূতি। আন্তর্জাতিক ম্যাচ খেলতে প্রধান নির্বাচক রজার হার্পারের কাছ থেকে পুনরায় কল পেয়ে আবারো নিজেকে শিশু মনে হচ্ছে। তারা আমাকে ফিরে পাবার প্রত্যাশায় ছিলেন।’ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে সবচেয়ে প্রবীনতম সদস্য ব্রাভো। অবসরের পর আয়ারল্যান্ড সিরিজ দিয়ে আবারো জাতীয় দলের ফেরার চিন্তা করছিলেন তিনি। গেল ডিসেম্বর থেকেই নিজের ফেরা নিয়ে চিন্তায় মত্ত ছিলেন ব্রাভো। তিনি বলেন, ‘নেতৃত্ব, স্টাফ ও দলের মধ্যে ব্যাপক পরিবর্তনের কারণে পুনরায় দলে ফেরার সপ্ন দেখছিলাম। তাই আমি খুশী যে, আবারো এই দলে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে। আমি আমার সর্বোচ্চ দেয়ার সর্বাত্মক চেষ্টা করবো।’ ব্রাভো মনে করেন, ডেথ ওভারে ওয়েস্ট ইন্ডিজের অনেক বড় সমস্যা রয়েছে। আর বেশ কিছু ম্যাচে দল সেখানেই হেরেছে বলেও জানান তিনি, ‘ওয়েস্ট ইন্ডিজের ডেথ ওভারে সমস্যা রয়েছে। ঐ জায়গাটায় তারা দুর্বল। যদি ওয়ানডে বিশ্বকাপ, ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজের দিকে তাকালে দেখবো আমরা ডেথ ওভারে খারাপ পারফরমেন্সের কারণে আমরা বেশ কিছু ম্যাচ হেরেছি।’ জাতীয় দলে ফিরে আসলেও এখনও আগামী টি-২০ বিশ্বকাপ নিয়ে চিন্তা করতে রাজি নন ব্রাভো। তিনি বলেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ ও সামনে শ্রীলংকা বিপক্ষে সিরিজ নিয়ে বেশি ভাবছি। আমি মনে করি, এই সিরিজে যদি ভালো করতে পারি তবে পরের সিরিজে দলে সুযোগ পাবো। এটি সিরিজ বাই সিরিজের উপর নির্ভর করছে।’