‘আপনারা যুদ্ধ শুরু করলে সমাপ্তি আমরা করব’

0
351

আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের ইসলামি রেভ্যুলুশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সুলাইমানি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আপনারা যুদ্ধ শুরু করলে এর সমাপ্তিটা কেমন হবে তা আমরা নির্ধারণ করব।’ বৃহস্পতিবার হামেদানে এক অনুষ্ঠানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে এ হুঁশিয়ারি দিয়েছেন বলে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে।

ট্রাম্প জুয়াড়ির ভাষায় কথা বলেন উল্লেখ করে জেনারেল কাসেম বলেছেন, ইরানের প্রেসিডেন্টের পক্ষ থেকে জবাব পাওয়ার মতো মর্যাদার অধিকারী ট্রাম্প নন।

গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় ইরানের প্রেসিডেন্টহাসান রুহানিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আমেরিকাকে আর কখনো হুমকি দেবেন না। দিলে এমন পরিণাম ভোগ করবেন, ইতিহাসে যাদের সংখ্যা খুব কম।’

কাসেম সুলাইমানি মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেছেন, ‘একজন সেনা সদস্য হিসেবে আপনার হুমকির জবাব দেওয়া আমার দায়িত্ব। আপনি যদি হুমকির ভাষা ব্যবহার করতে চান তাহলে আমার সঙ্গে কথা বলুন, প্রেসিডেন্টের (হাসান রুহানি) সঙ্গে নয়। আপনার জবাব দেওয়া আমাদের প্রেসিডেন্টের জন্য মর্যাদার নয়।’

ট্রাম্পকে হুমকি দিয়ে তিনি বলেন,‘আমরা আপনার কাছে আছি, এতোটা কাছে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমরা প্রস্তুত…আপনি যদি যুদ্ধ শুরু করেন, আমরা তার শেষ করব। আপনি জানেন, এই যুদ্ধ আপনার সমস্ত সম্পদকে ধ্বংস করবে।’