আজ রাতে দেখা যাবে উল্কাবৃষ্টি

0
2720

টাইমসডেস্ক :
আজ রাতে দেখা যাবে উল্কাবৃষ্টি। নাসা জানিয়েছে জেমিনিড নামের এই উল্কা বৃষ্টি বিশ্বের বেশিরভাগ স্থান থেকেই দেখা যাবে। নাসার সময় অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ১১টা থেকে ২টা পর্যন্ত উল্কাবৃষ্টি দেখা যাবে।

বছরে একবার করে এই উল্কাবৃষ্টি দেখা যায়। রাতের আকাশের অন্ধকার ভেদ করে আলোকরশ্মি তীরের মতো উড়ে যেতে থাকে।

নাসার মতে, প্রতি মূহুর্তে মহাবিশ্ব থেকে নানা ধরনের পিন্ড ও আলোকরশ্মি পৃথিবীর ওপর আছড়ে পড়ে। তবে যখন স্বাভাবিক সময়ের বেশি পরিমান উল্কা আছড়ে পড়ে তখন তা উল্কাবৃষ্টি আকারে দেখা যায়।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে ভারত,বাংলাদেশসহ আশেপাশের দেশগুলোতে ১৩ ডিসেম্বর রাত সাড়ে দশটার পর উল্কাবৃষ্টি দেখা যাবে। ১৪ ডিসেম্বর ভোররাত ২ টা পর্যন্ত এই আলোর ঝলকানি দেখা যাবে।

বাংলাদেশের অনুসন্ধিৎসু চক্র জানিয়েছে, বাসার ছাদ বা খোলা জায়গা থেকে সরাসরি উপর দিকে তাকালে উল্কাবৃষ্টি দেখা যাবে।

উল্কাবৃষ্টি দেখার জন্য অনুসন্ধিৎসু চক্রের মহাকাশ বিভাগ ১১টি ক্যাম্প করেছে। ঢাকার ৪টি ক্যাম্প করা হয়েছে মিরপুর, ডেমরা, মুগদাপাড়া ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এছাড়া চাঁদপুর, চাপাইনবাবগঞ্জ, বান্দরবান, ঠাকুরগাঁও, কুমিল্লাতেও ক্যাম্প খোলা হয়েছে।