আগামীকাল হরিঢালী-কপিলমুনি মহিলা কলেজের ডিজিটাল সেন্টার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

0
523

শেখ নাদীর শাহ্,কপিলমুনি::

খুলনা জেলার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হরিঢালী-কপিলমুনি মহিলা কলেজের ডিজিটাল সেন্টারের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে ইতোমধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন সংশ্লিষ্ট বিভাগ সহ কলেজ কতৃপক্ষ।

এ বিষয়ে হরিঢালী-কপিলমুনি মহিলা কলেজের  অধ্যক্ষ শেখ মেজবাহ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠনে এক যোগে সকল ডিজিটাল সেন্টারের শুভ উদ্বোধন করবেন মাননীয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ১৩ অক্টোবর প্রজেক্টরের মাধ্যমে সেটা দেখাযাবে। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গনে সকল প্রকার আয়োজন সম্পন্ন করা হয়েছে।

জানাগেছে, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর তনয়া সজীব ওয়াজেদ জয় যিনি বাংলাদেশের মানুষ কে স্বপ্ন দেখিয়ে ছিলেন ডিজিটাল বাংলাদেশ গড়ার। তারই ধারাবাহিকতায় পাইকগাছা সহ সমগ্র বিশ্বের মানুষ দেখতে পাবে উদ্ভোদনী অনুষ্ঠান।

বঙ্গবন্ধুর অসমাপ্ত সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে বহুমুখী উন্নয়ন করে যাচ্ছেন তারই সুয্যোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। পিতার আদর্শ বুকে নিয়ে সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি,তারই ধারাবাহিকতায় ইতোমধ্যে বহুলাংশে  সফল হয়েছেন তিনি।

তারই ধারাবাহিকতায় আগামীকাল ১৩ই অক্টোবর(রবিবার) ২০১৯ হরিঢালী কপিলমুনি মহিলা ডিগ্রী কলেজের বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও ডিজিটাল সেন্টারের শুভ উদ্বোধন হতে যাচ্ছে।