অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়াবেন অনন্ত জলিল

0
369

খুলনাটাইমস বিনোদন: করোনা মহামারিতে চলচ্চিত্রের অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল। ২৬ মার্চ বিএফডিসিতে আপদকালীন সহায়তার কথা ছিল। এইদিন বেকার ও অসচ্ছল সহকারী শিল্পী ও কলাকুশলীদের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা ও সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার এবং গ্লাভস দেওয়ার পরিকল্পনা করেছিলেন এই নায়ক। কিন্তু করোনা ভাইরাস প্রতিরোধে ও উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি কিছু স্থান লকডাউন করায় অনন্ত জলিল তার সিন্ধান্ত পরিবর্তন করেছেন। এ প্রসঙ্গে অনন্ত জলিল তার ফেসবুক পেজে লিখেন, ২৬ শে মার্চ এফডিসির দুটি ভিন্ন স্থান থেকে বেকার ও অসচ্ছল সহকারী শিল্পী ও কলাকুশলীদের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা ও সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার এবং গ্লাভস দেওয়ার পরিকল্পনা করেছিলাম। চলচ্চিত্রের তিন সমিতি থেকে ৪শ জন লোকের জন্য এসবের ব্যবস্থা করার কথা ছিল। প্রযোজক সমিতির সভাপতি খসরু (খোরশেদ আলম) ভাই আজকে জানালো যে করোনাভাইরাস প্রতিরোধে ও উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। ইতোমধ্যে বিভিন্ন এলাকা লকডাউন করে দেয়া হয়েছে। যেহেতু ৪০০ লোকের সমাগম হবে। করোনাভাইরাস এর প্রতিরোধের জন্য ও সরকারের নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক প্রযোজক ও শিল্পী সমিতির সংশ্লিষ্টরা আয়োজনটি ২৬ শে মার্চ স্থগিত করেছেন। লকডাউন তুলে নেওয়ার পরে ওই আয়োজনটি তাদের সহযোগিতায় সুন্দরভাবে সম্পন্ন করব ইনশাআল্লাহ।’ অনন্ত জলিল চাল, ডাল, তেল, সাবান, হ্যান্ড স্যানিটাইজারসহ আরও কিছু উপকরণ বিতরণের পরিকল্পনা করেছিলেন।