অর্ধনগ্ন নারীর দেখা মিলবে!

0
831

খুলনাটাইমস বিনোদন: চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক নির্মাণ করেছেন ‘মায়া: দ্য লস্ট মাদার’ সিনেমা। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমার ফার্স্ট লুক পোস্টারে নির্যাতিত অর্ধনগ্ন এক নারীকে হাত বাঁধা অবস্থায় দেখা যায়। পোস্টারে ব্যবহৃত ছবির নগ্ন নারীটি কে তা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু এ অভিনেত্রী কে জানাতে অস্বীকার করেন নির্মাতা। এ নিয়ে তৈরি হয় বিতর্ক। তবে এবার দেখা মিলবে সেই অর্ধনগ্ন নারীর। সম্প্রতি পোস্টারের অর্ধনগ্ন ছবিটি নিজের দাবি করেছেন অভিনেত্রী নুপুর হোসাইন রানী। পরিচালক তার ছবি সিনেমার পোস্টারে ব্যবহার করেছেন, অথচ কোথাও রানীর নাম ব্যবহার করেননি। এমনকি রানীর শরীরে অন্যজনের মুখম-ল জুড়ে দেয়ারও অভিযোগ করেছেন রানী। এ নিয়ে থানায় জিডি করেন এই অভিনেত্রী। বুধবার নুপুর হোসেন রানী অভিনীত অংশ নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান হয়েছে বলে জানান তিনি। আপোষনামায় বলা হয়েছে, নুপুর হোসেন রানীর দাবি অনুযায়ী, তার অভিনীত অংশ চলচ্চিত্রে সংযোজন এবং সম্মানী প্রদান করা হয়েছে। তার অভিনীত অংশ নিয়ে সেন্সর বোর্ড যদি আপত্তি না করে তবে পরিচালক কর্তন করবে না। যদি সেন্সর বোর্ড আপত্তি করে তবে নুপুর হোসেন রানী কোনো অভিযোগ করতে পারবেন না। এ বিষয়ে সেন্সর বোর্ডে যোগাযোগ করলে এই প্রতিবেদককে জানানো হয়Ñদুই পক্ষের সম্মতিক্রমে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হবে। এর আগে নুপুর বলেন, ‘‘মায়া’ সিনেমার জন্য পরিচালক মাসুদ পথিক আমাকে ডেকেছিলেন। কিন্তু দৃশ্যের কথা শুনে প্রথমে রাজি হইনি। তিনি আমাকে অভিনয়ের সুযোগ দিবেন- এই আশ্বাসের পর সেদিন শুটিং স্পটে গিয়েছিলাম। গল্পের একটি দৃশ্যের প্রয়োজনে ব্লাউজ খুলে শুধু পেটিকোট পরে শট দিয়েছি। ওইদিন ক্যামেরার সামনে আমাকে দিয়ে অভিনয় করানো হয়নি। এরপর পরিচালক বললেন, দু’দিন পর আবার কল দিব। কিন্তু দেয়নি। আমার ছবি দিয়ে সিনেমাটির মার্কেটিং হচ্ছে। অথচ কোথাও আমার নাম নেই। আমি কষ্ট পেয়েছি। আর এ কারণেই পরিচালকের নামে থানায় জিডি করেছি।’’ এরই মধ্যে ‘মায়া’ সিনেমার পোস্টার, টিজার প্রকাশ হয়েছে। কোথাও নুপুরের নাম এমনকি তার মুখম-ল ব্যবহার করা হয়নি বলে নুপুর অভিযোগ করেন। অথচ পোস্টারে নুপুরের পেটিকোট পরা ছবি ব্যবহার করা হয়েছে। শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘নারী’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়া’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মুমতাজ সরকার (কলকাতা) ও জ্যোতিকা জ্যোতি।