অভয়নগরে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহের উদ্বোধন

0
268

অভযনগর প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলায় অভ্যন্তরীন আমন ধান সংগ্রহের উদ্বোধন কার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্যগুদামে ধান সংগ্রহের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর।
এসময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) আক্তরুজাজামান তারু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মিনারা খাতুন, পায়রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু বিষ্ণনু পদ দত্ত, চলিশিয়া ইউনিয় পরিষদ চেয়ারম্যান নাদির হোসেন মোল্ল্যা, নওয়াপাড়া খাধ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল আদম, চলিশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ মশিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান রিপন, মো. নুরনবী সহ প্রমুখ।
অভয়নগর উপজেলায় চলতি আমন মৌসুমে ৮৩৭ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উপজেলার ১৪ হাজার তিনশত এক জন কৃষকের এর মধ্যে থেকে উন্মুক্ত লটারীর মাধ্যমে র্নিবাচিত ৮৩৭ জন কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করা হবে। একজন কৃষক ২৬ টাকা দরে ১মেট্রিক টন ধান বিক্রয় করতে পারবে। ধান সংগ্রহ চলবে ২০২০ সালের ২৮ ফেব্রয়ারী প্রযন্ত।