অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করতে চাই : শেখ তন্ময়

0
1105

খুলনা টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ সারহান তন্ময় বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের সভানেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আমি এই এলাকার অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, নৌকাকে বিজয়ী করতে হলে মানুষের দ্বারে দ্বারে গিয়ে বর্তমান সরকারের উন্নয়নকে তুলে ধরতে হবে, সাধারণ মানুষকে বোঝাতে হবে উন্নয়নের মার্কা নৌকা। এসময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
শুক্রবার বেলা ১১টায় বাগেরহাট পৌরসভা অডিটোরিয়ামে জেলা তাঁতী লীগের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
বাগেরহাট জেলা তাঁতী লীগের আহ্বায়ক বাকী তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জান টুকু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, আওয়ামী লীগ নেতা মো. ফিরোজুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন, মহিলা আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট সীতা রানী দেবনাথ, তালুকদার রিনা সুলতানা প্রমুখ। মতবিনিময় সভায় তাঁতী লীগের জেলা-উপজেলার সহগ্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।