অতন্দ্র জরিপ ডিজিটালাইজেশন

0
794

ঢাকা অফিস: দেশের কৃষি ও কৃষক জনগোষ্ঠীর দৈনন্দিন কৃষি কার্যক্রমকে সহজ, দ্রুত এবং আধুনিক করার উদ্দেশ্যে এসিআই এর কৃষিভিত্তিক ডিজিটাল সেবা মোবাইল অ্যাপ ফসলি মাঠ পর্যায়ে বিভিন্ন ধরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশের সার্বিক কৃষি ব্যবস্থাকে আরও আধুনিক করার লক্ষ্যে অতন্দ্র জরিপ ব্যবস্থাকে ফসলি অ্যাপ এর মাধ্যমে ডিজিটালাইজেশন করা হয়েছে।
সম্প্রতি খামারবারিস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অতন্দ্র জরিপ ডিজিটালাইজেশন নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডিএই এর মহাপরিচালক ড মোঃ আব্দুল মুঈদ, বিশেষ অতিথি ছিলেন ডিএই এর সরেজমিন উইং পরিচালক কৃষিবিদ চণ্ডী দাস কুন্ডু । এছাড়াও আলোচনা সভায় কি- নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন এসিআই এগ্রিবিজনেস এর ডিজিটালস্ট্র্যটেজি বিভাগের জি এম মহাব্যবস্থাপক শামীম মুরাদ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শুরু থেকে ফসলির বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত থেকে দেশের কৃষির উন্নয়নে ভুমিকা রাখছে। ফসলি অ্যাপ দেশের কৃষি জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে এবং দেশব্যাপী বিস্তৃতিতে ডিএই গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ফসলি কৃষি ভিত্তিক সব ধরণের তথ্য দেওয়ার পাশাপাশি যেকোনো রকম সমস্যার সমাধান দিয়ে যাচ্ছে। ফসলি অ্যাপ এর মাধ্যমে অতন্দ্র জরিপ ডিজিটাল করার ফলে মাঠ পর্যায়ের সব ধরণের রিপোর্ট যেমন মাঠের পরিস্থিতি, রোগ বালাই এর আক্রমন সংক্রান্ত তথ্য ইত্যাদি অতি সহজে কম সময়ে সাবমিট করা যাবে। যা তড়িৎ ব্যবস্থা গ্রহনে সহযোগিতা করবে। ফসলি মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে।