সেনাসদস্য সাব্বিরকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা শেষে দাফন সম্পন্ন

0
908

খানজাহান আলী থানা প্রতিনিধি:
চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় নিহত সেনাসদস্য মোঃ সাব্বির আহম্মেদকে বৃহস্পতিবার সেনাবহিনীর পক্ষ থেকে রাষ্ট্রিয় মর্যাদায় সম্মাননা প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে নিহত সাব্বির আহম্মদের লাশ চট্রগ্রাম ভাটিয়ারী মিলিটারী একাডেমি (বিএমএ)’র ল্যান্স কর্পোরাল সাদেকুর রহমান ও মিজানুর রহমান বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ২টায় শিরোমণি পশ্চিমপাড়াস্থ সাব্বিরের পিতা আলহাজ্জ শেখ জামিল আহম্মদের নিকট হস্তান্তর করেন। পরে সকাল পৌনে ৮টায় সাব্বিরের শশুরবাড়ী গিলাতলা গাজীপাড়ায় স্ত্রী লাবনী আক্তার ও পাঁচ বছরের শিশু কন্যা সাবাসহ এলাকাবাসীকে দেখানোর জন্য নেয়া হয়। সকাল ১০টায় শিরোমণি পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাব্বিরকে সেনাবাহিনীর পক্ষ থেকে ১৭/বি ইনসেনটারী রেজিমেন্টের ওরেন্ট অফিসার ইকবাল হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার এবং মরণাক্তক সালাম প্রদান করেন। মরহুমের কফিনে জাতীয় পতাকা ও সেনাবাহিনীর পতাকা মুড়িয়ে দেওয়া হয়। এ সময় জাহানাবাদ সেনানিবাসের এএসসি সেন্টার এন্ড স্কুলের মেজর মহসিন নিহতের জীবনবৃত্তান্ত পাট করেন। পরে সেখানে জানাযা শেষে সাব্বিরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন নিহত সাব্বিরের পিতা আলহাজ্জ শেখ জামিল আহম্মদ। দাফন শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে তার কবরে পুষ্পমাল্য অর্পন এবং ১৮ রাউন্ড গুলির ফায়ার করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। জানাজায় উপস্থিত ছিলেন শসস্ত্র বাহিনীর খুলনা বোর্ড পরিচালক (অবঃ) মেজর পংকজ মল্লিক, ফুলতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, খানজাহান আলী থানা আ’লীগ সভাপতি শেখ আবিদ হোসেন, থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স.ম রেজওয়ান আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম,খ.ম লিয়াকত আলী,ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌসী নিশা, সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, শ্রমিক নেতা আলহাজ্জ শেখ আনছার আলী, শিরোমণি বাজার জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মাওঃ আতাউর রহমান, শেখ ইকবাল হোসেন, মিয়া গোলাম কুদ্দুস, ইউপি সদস্য নবীরুল ইসলাম রাজা,শেখ আব্দুস সালাম,হাফেজ গোলাম মোস্তফা, মাহমুদ হাসান, কাজী আজাদুর রহমান হিরোক, শেখ তরিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক,বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত মঙ্গলবার রাতে ডিউটি শেষে সহকর্মী সেনা সদস্য আনোয়ারকে নিয়ে সাব্বির মটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে রাত সাড়ে ৯টায় ক্যান্টনমেন্টের ভাটিয়ারী এলাকায় আসলে কাভার্ড ভ্যানের ধাক্কায় রাস্তার উপর পড়ে গেলে অন্য আরেকটি কার্ভার্ডভ্যানের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সাব্বিরের মৃত্যু হয় এবং সহকর্মী আনোয়র আহত হয়।