রোনাল্ডোর ৯৯তম গোলে ইউরোর মূল পর্বে পর্তুগাল

0
304

খুলনাটাইমস স্পোর্টস ঃ জাতীয় দলের জার্সি গায়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডোরর ৯৯তম গোলে রোববার লুক্সেমবার্গকে ২-০ গোলে হারিয়ে ইউরো ২০২০’র ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। এ দিকে জয় দিয়েই ইউরো বাছাইপর্ব শেষ করেছে ইতোমধ্যেই চূড়ান্ত পর্বে নাম লেখানো ফ্রান্স। ব্রুনো ফার্নান্দেস ৩৯ মিনিটে পর্তুগালের হয়ে প্রথম গোলটি করেন। ৮৬ মিনিটে রোনাল্ডোর গোলে দলের জয় নিশ্চিত হয়। এই জয়ে ইউক্রেনের থেকে তিন পয়েন্ট পিছিয়ে গ্রুপ-বি’র রানার্স-আপ হিসেবে চূড়ান্ত পর্বে উঠেছে পর্তুগীজরা। সার্বিয়ার সাথে ২-২ গোলে ড্র করে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবেই বাছাইপর্ব শেষ করেছে ইউক্রেন। ইরানের স্ট্রাইকার আলি দেই ১৯৯৩ থেকে ২০০৬ সালের মধ্য জাতীয় দলের হয়ে ১৪৯ ম্যাচে সর্বোচ্চ ১০৯ গোল করে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশী গোলের মালিক হিসেবে এখনো শীর্ষে রয়েছে। ৯৯ গোল করে তার পরের স্থানেই রয়েছেন রোনাল্ডো। এ সম্পর্কে জুভেন্টাসের এই তারকা বলেছেন, ‘সব রেকর্ডই একসময় ভেঙ্গে যায়, আশা করি আমিও এই রেকর্ড ভাঙ্গতে পারবো।’ আগামী বছর ১২ জুন রোমে শুরু হওয়া ইউরো চ্যাম্পিয়নশীপের ফাইনালে ইতোমধ্যেই ১৭টি দেশ বাছাইপর্বের বাঁধা পার করেছে। ২৪টি দেশ নিয়ে এবারই প্রথমবারের মত ইউরোপের ভিন্ন ভিন্ন দেশে এই আসর অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই ইউরোতে খেলার যোগ্যতা অর্জন করেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, স্পেন, ইতালি, ইংল্যান্ড, নেদারল্যান্ড, জার্মানী, ক্রোয়েশিয়া, বেলজিয়ামের মত শক্তিশালী দলগুলো। লুক্সেমবার্গের কঠিন কন্ডিশনে দলের এই পারফরেমেন্সে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি পর্তুগীজ কোচ ফার্নান্দো সান্তোস। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘আজকের ম্যাচটিকে আমরা কোনভাবেই ভাল বলতে পারবো না। তারপরেও দল চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করায় আমি দারুন খুশী। কারণ প্রত্যাশার থেকেও বাছাইপর্ব অনেক বেশী কঠিন ছিল। এই নিয়ে টানা ১১বারের মত আমরা বড় কোন টুর্নামেন্টের ফাইনালে খেলার কৃতিত্ব দেখিয়েছি। এই খেলোয়াড়দের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।’ লুক্সেমবার্গের বিপক্ষে কালকের ম্যাচে জয়ী হতে পারলেই ইউরোর টিকিট নিশ্চিত হতো পর্তুগালের, এমন সমীকারণ মাথায় নিয়েই তারা মাঠে নেমেছিল। কিন্তু বিশ্বের ৯৬তম এই দলটিই ২০১৮ সালের বিশ্বকাপ বাছাইপর্বে গোলশুণ্য ড্র করে ফ্রান্সকে বিপদে ফেলেছিল। এই পরিসংখ্যানও পর্তুগালের মাথায় ছিল। স্পোর্টিং লিসবনের মিডফিল্ডার ফার্নান্দেস বিরতির আগে বার্নান্ডো সিলভার নিখুঁত পাস থেকে ডেডলক ভাঙ্গেন। বৃহস্পতিবার লিথুনিয়ার বিপক্ষে ৫-১ গোলে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করা রোনাল্ডো ম্যাচ শেষের চার মিনিট আগে দলের জয় নিশ্চিত করেন। এই গোলেরও মূল যোগানদাতা ছিলেন সিলভা। তার ক্রস থেকে দিয়োগো জোটার শট গোললাইনের উপর থেকে লুক্সেমাবার্গ গোলরক্ষক এন্থনী মোরিস আটকাতে চেষ্টা করলেও রোনাল্ডো তা হতে দেননি। রোববার দিনের শেষ ম্যাচে ক্রোয়েনটিন টোলিসো ও আঁতোয়া গ্রীজম্যানের গোলে আলবেনিয়াকে ২-০ গোলে পরাজিত করেছেন বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এই জয়ে ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবেই বাছাইপর্ব শেষ করেছে ফ্রান্স। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ বিজয়ী দলের কোচ দিদিয়ের দেশ্যমের এটি ছিল কোচ হিসেবে শততম ম্যাচ। ম্যাচের পর দেশ্যম বলেছেন, ‘এই খেলোয়াড়দের উপর আমি অনেক বেশী নির্ভরশীল। এটা আমার একটা ব্যক্তিগত গর্বের জায়গা। তবে খেলোয়াড়রা একসাথে কি অর্জন করেছে সেটা দেখা বিষয় রয়েছে। কখনো কখনো এমন সময় আসে খেলোয়াড় পরির্বতনে আমাকে হিমশিম খেতে হয়, এ ক্ষেত্রে ইনজুরিও দায়ী। তবে দলীয় আত্মবিশ্বাসে কোন সমস্যা হয়না।’ গ্রীজম্যানের ফ্রি-কিক থেকে বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার টোলিসো ৮ মিনিটেই সফরকারীদের এগিয়ে দিয়েছিলেন। ৩১ মিনিটে বার্সেলোনা তারকা গ্রীজম্যান নিজেই ব্যবধান দ্বিগুন করেছে। দ্বিতীয়ার্ধের শেষ দিকে অলিভার জিরুদ তৃতীয় গোলের সুযোগ নষ্ট না করলে ব্যবধান হয়ত আরো বাড়তে পারতো। এই গ্রুপের অপর ম্যাচে ইতোমধ্যেই বাছাইপর্বের গন্ডি পেরুনো তুরষ্ক ২-০ গোলে আন্ডোরাকে ও আইসল্যান্ড ২-১ গোলে মোলডোভাকে পরাজিত করেছে। কসভোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে বাছাইপর্ব শেষ করেছে সবার আগে ইউরোর টিকিট পাওয়া ইংল্যান্ড। হ্যারি উইঙ্কস, হ্যারি কেন, মার্কোস রাশফোর্ড ও মেসন মাউন্টের গোলের ইংল্যান্ডের জয় নিশ্চিত হয়। বাছাইপর্বে আট ম্যাচে ইংল্যান্ড সর্বমোট ৩৭ গোল করেছে। সর্বমোট ২১ পয়েন্ট নিয়ে গ্রুপ-এ’র শীর্ষ দল হিসেবেই ইউরোর টিকিট পেয়েছে ইংল্যান্ড। ইংলিশ ম্যানেজার গ্যারেথ সাউথগেট বলেছেন, ‘আমরা জানি এখনো আমাদের সামনে এগিয়ে যেতে অল্প কিছু কাজ বাকি রয়েছে। তবে বাছাইপর্বে আমি খেলোয়াড়দের চেষ্টার কোন কমতি দেখিনি। গ্রুপের শক্তিশালী দল হিসেবেই আমরা নিজেদের প্রমান করেছি। এই গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে চূড়ান্ত পর্বে যাওয়া চেক রিপাবলিক অবশ্য রোববার বুলগেলিয়ার বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয়েছে।