রোনালদোর পেছনে লেভানদোভস্কি

0
292

খুলনাটাইমস স্পোর্টস : চলতি মৌসুমের শুরু থেকে আছেন দারুণ ছন্দে। জালের দেখা পেয়েছেন বুন্ডেসলিগা ও চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের সব ম্যাচে। দারুণ এই পথচলায় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে টানা আট ম্যাচে গোল করে রবের্ত লেভানদোভস্কি স্পর্শ করেছেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসিকে। পরের ম্যাচে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে জালের দেখা পেলে ছুঁয়ে ফেলবেন সময়ের আরেক সেরা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদোর টানা সর্বোচ্চ ম্যাচে গোলের রেকর্ড। ‘বি’ গ্রুপে অলিম্পিয়াকোসের বিপক্ষে ঘরের মাঠে বুধবার ২-০ ব্যবধানে জেতা ম্যাচে দলের প্রথম গোলটি করেন লেভানদোভস্কি। মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতার গ্রুপ পর্বে টানা আট ম্যাচে গোল করলেন পোলিশ এই স্ট্রাইকার। ২০১২-১৩ ও ২০১৩-১৪ মৌসুম মিলে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে টানা নয় ম্যাচে গোল করেছিলেন রোনালদো। ২০১৭ সালে রেকর্ড স্পর্শ করার খুব কাছে পৌঁছেছিলেন মেসি। তবে এক ম্যাচ আগেই থামেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা প্রতিযোগিতায় সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় পাঁচে আছেন ৫৯ গোল করা লেভানদোভস্কি। প্রতিযোগিতার মূল পর্বে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করার তালিকাতেও বায়ার্ন মিউনিখের ক্লাব সতীর্থ টমাস মুলার ও ইউভেন্তুসের সাবেক ফরোয়ার্ড আলেস্সান্দ্রো দেল পিয়েরোর সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে আছেন বায়ার্নের হয়ে ৪২ গোল করা এই ফরোয়ার্ড।