বিএনএসবি চক্ষু হাসপাতালের র‌্যালী ও আলোচনা সভা

0
322

ফুলবাড়িগেট (খুলনা) প্রতিনিধি:
‘‘সবার আগে দৃষ্টি’’ স্লোগানকে সামনে রেখে এবারের বিশ্ব দৃষ্টি দিবস-২০১৯ উপলক্ষে খুলনার শিরোমণি বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং অরবিস ইন্টারন্যাশনালের কাতার ফান্ড ফর ডেভলপমেন্ট ও সাইটসেভার্স এর সহায়তায় দিবসটি বর্ণাঢ্য র‌্যালী, সেমিনার,আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগিতাসহ বিস্তারিত কর্মসুচি পালন করে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় হাসপাতাল চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীটি খুলনা-যশোর মহাসড়কসহ পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্ত্বরে এসে শেষ হয়। র‌্যালীতে বিএনএসবি চক্ষু হাসপাতালের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন এনজিও-এর কর্মরত কর্মীবৃন্দ ছাড়াও ব্র্যাক, দলিত, পরিবর্তন, জাগরনী চক্র ফাউন্ডেশন ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থী স্বত্বস্ফুর্তভাবে অংশগ্রহন করে। পরে বিশ্ব দৃষ্টি দিবস-২০১৯ উপলক্ষ্যে হাসপাতাল অডিটোরিয়ামে সবার জন্য চক্ষু সেবা এর উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার শেষে দিবসটি উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, কিশোরদের রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরন করা হয়। ডাঃ বিএম সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ডাঃ আব্দুল হান্নান। প্রধান অতিতির বক্তৃতায় তিনি বলেন দৃষ্টি সবার অধিকার সুতারাং সকলের দৃষ্টি সুরক্ষায় আমাদের সচেতন হওয়া উচিত। আলোচনা সভায় বক্তৃতা করেন, ডাঃ মিজানুর রহমান নাছিম, ডাঃ নজরুল ইসলাম, ডাঃ মোসাঃ আরফিয়া মুন্নি, মীর মিজানুর রহমান, মোঃ আজিমুল মুনির হোসেন, মোসাঃ আফরোজা খাতুন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।