প্রতিবাদ একজোট হয়ে করতে হবে, বিচ্ছিন্নভাবে নয়: অমর্ত্য সেন

0
284

খুলনাটাইমস ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে একজোট হয়েই করতে হবে বলেমনে করেন নোবেল পুরস্কারজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। গত সোমবার দেশের বিরোধী দলগুলির উদ্দেশে তিনি এমন কথা বলেন। কংগ্রেসের আহ্বানে নাগরিকত্ব আইন, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর) সংক্রান্ত বৈঠক এড়িয়ে গেছে বেশ কিছু আঞ্চলিক দল। সে বিষয়ে অমর্ত্য সেন বলেন, যদি ঐক্য না হয়, কোনও প্রতিবাদ-আন্দোলনই কাজে আসবে না। খবর এনডিটিভির। দেশ জোড়া বিক্ষোভের মধ্যেই সিএএ-এনপিআর-এনআরসি সংক্রান্ত বিষয়গুলি নিয়ে নিজেদের অবস্থান ঠিক করতে বৈঠকে বসেছিল বিরোধীরা। কিন্তু তাতে যোগ দেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিএসপি নেত্রী মায়াবতীসহ আরও কয়েকটি বিরোধী দলের প্রধানরা। অমর্ত্য সেন বলেন, ‘ঐক্যবদ্ধ হলে আরও ভালভাবে বিক্ষোভ দেখানো যায়। যদি একতা না থাকে, বিক্ষোভ কাজ করবে না। প্রতিবাদ করার জন্য ঐক্যবদ্ধ থাকা খুবই প্রয়োজন। তবে আমি বিশ্বাস করি না যে একতার অভাবে দেশের জনগণ প্রতিবাদ করা বন্ধ করে দেবে। এটা কখনই কাম্য নয়।’ কংগ্রেস নেতা শশী থারুরও অমর্ত্য সেনের মন্তব্যকে সমর্থন করেছেন। এর আগে অমর্ত্য সেন বলেন, সংশোধিত নাগরিকত্ব আইনটি সংবিধানের নীতি লঙ্ঘন করছে। বিরোধী বৈঠকে যে ২০টি দল অংশ নিয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের রাজ্যে জাতীয় নাগরিক পঞ্জিকরণ বাস্তবায়ন করতে দিতে অস্বীকার করবেন। তাদের অবশ্যই নিজেদের রাজ্যে জাতীয় জনসংখ্যা নিবন্ধন প্রক্রিয়াও স্থগিত করতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে।