ন্যাশনাল টিউবসকে অগ্রিম কর ফেরত দিল এনবিআর

0
389

খুলনাটাইমস অর্থনৈতিক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেডকে অগ্রিম প্রদান করা ২০ কোটি টাকা ফেরত দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ন্যাশনাল টিউবস ২০০৫-০৬ থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত আয়কর বাবদ ২০ কোটি ৯৬ হাজার ৮৬৭ টাকা অগ্রিম পরিশোধ করে। বাড়তি উৎপাদনের জন্য এ টাকা শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে ফেরত পেতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আবেদন করে কোম্পানিটি। এরপর ন্যাশনাল টিউবসকে অগ্রিম আয়করের টাকা ফেরত দিতে শিল্প মন্ত্রণালয় থেকে এনবিআরকে চিঠি দেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে এনবিআর অগ্রিম করের টাকা ফেরতে দিতে সম্মত হয়। চলতি সপ্তাহে এ টাকা এনবিআর ন্যাশনাল টিউবস কোম্পানিকে দেবে বলে সূত্র জানিয়েছে। জানা গেছে, ন্যাশনাল টিউবস উৎপাদিত পাইপের ৯০ শতাংশ এপিআই পাইপ। যার ক্রেতা পেট্রোবাংলার অধীন গ্যাস কোম্পানিগুলো।
ঢাকাসহ সারাদেশের গ্যাস কোম্পানির পাইপ লাইন নতুন করে স্থাপনের জন্য ইতোমধ্যে ন্যাশনাল টিউবসকে ওর্য়ার্ক অর্ডার দেয়া হয়েছে। সে কারণে কোম্পানিটি অগ্রিম করের টাকা ফেরত চায়। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ন্যাশনাল টিউবসের শেয়ার প্রতি লোকসান হয় ৯৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ২৪ পয়সা।