নওগাঁ সীমান্তে আটক ৮ বাংলাদেশিকে ভারতীয় থানায় হস্তান্তার

0
379

খুলনাটাইমস: পতাকা বৈঠকের আহ্বানে সাড়া না দিয়ে নওগাঁর পোরশা উপজেলার হাপানিয়া সীমান্ত থেকে বিএসএফ’র হাতে আটক হওয়া ৮ বাংলাদেশিকে ভারতের হবিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গত মঙ্গলবার ভোরে হাপানিয়া সীমান্তের ২৩১-৩২ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশে করলে তাদের আটক করে বিএসএফ। পরে তাদের ফেরাতে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করে বিজিবি। কিন্তু বৈঠকে সাড়া না দিয়ে আটকদের গতকাল বুধবার দুপুরে ভারতের হবিপুর থানায় তাদের হস্তান্তর করা হয়। বিজিবি জানায়, কয়েকজনের একটি দল ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার পথে ২৩১/১০ (এস) নম্বর মেইন পিলার থেকে ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে। নওগাঁ ১৬ বিজিবি হাপানিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোকলেস উদ্দিন জানান, যেহেতু তারা ভারতের অনুপ্রবেশ করেছে সে কারণে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে ভারতীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বিএসএফের বরাত দিয়ে তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে সরকারিভাবে তাদের দেশে ফেরত পাঠাবে বিএসএফ।