দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারনা কর্মসূচির উদ্বোধন

0
416

দেবহাটা প্রতিনিধি:: ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারনা কর্মসূচি উদ্বোধন কালে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে নিজেদের সচেতন হতে হবে। এডিস মশা যাতে বিস্তার লাভ করতে না পারে সেজন্য সকলকে উদ্যোগী হয়ে এক সাথে কাজ করতে হবে। সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশন করে দায়বদ্ধ শেষ নয় উল্লেখ করে দেবহাটা প্রেসক্লাবের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক কর্মসূচি বাস্তবায় করার মত এমন উদ্যোগ নেওয়ায় প্রেসক্লাব নেতবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরো বলেন, সরকার ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে চলেছে। ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি তিনি মাদক, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত দেবহাটা গড়তে সবাইকে সজাগ আহবান জানিয়েছেন। কোথাও কোন অপরাধের ঘটনা ঘটলে তাৎক্ষনিক থানা পুলিশকে অবহিত করার জন্য ওসি অনুরোধ জানান। বৃহষ্পতিবার দুপুর ১২ টায় দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই প্রচারনা অনুষ্ঠানের উদ্বোধন হয়। অনুষ্ঠানে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আর.কে.বাপ্পার উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রউফ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার এসআই হেকমত আলী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল আলম, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাশ, প্রধান শিক্ষক খায়রুল আলম, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক আবুল কালাম, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী সদস্য এমএ মামুন, অধ্যাপক ইয়াসিন আলী, মোসলেম আলী, সহযোগী সদস্য আরিফুল ইসলাম প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়েরে প্রধান শিক্ষক গন উপস্থিত ছিলেন। শেষে দেবহাটা প্রেসক্লাবের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও পোস্টার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিতরন করা হয়।