দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতির বিরুদ্ধে অপপ্রচার, তীব্র নিন্দা

0
418

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারমান মুজিবর রহমানের নামে অপপ্রচারে নেমেছে একটি চক্র। এতে তার সামাজিক সম্মানহানী করে ঘোলা পানিতে মাছ শিকারে নেমেছে ঐ কুচক্র মহল। লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৩০ জুন ২০২০ সাতক্ষীরার থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত, আজকের সাতক্ষীরা সহ একাধীক অনলাইন পত্রিকায় “দেবহাটায় ইজিবাইক চালক কে শ্বাসরোধে হত্যার পর ইজিবাইক ছিনতাই, নিহতের স্ত্রী ও শ্বাশুড়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক” শিরোনামে প্রকাশিত সংবাদটিতে আমার বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। বর্তমানে হত্যাকান্ডের ঘটনা টি পুলিশ তদন্ত করছে। কিন্তু ঐ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে প্রকাশিত সংবাদের একা অংশে আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর যে সব তথ্য উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রনদিত। ঐ ঘটনার সাথে আমার কোন সম্পৃক্তাতা নেই। প্রকত পক্ষে আমি উপজেলা আওয়ামীলীগের টানা ২ বারের নির্বাচিত সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। ইতিপূর্বে ১৯৭৬ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত আমি নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এবং পাশাপাশি টানা ৩০ বছর যাবৎ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। আমার দীর্ঘ রাজনৈতিক জীবন, বিগত ইউনিয়ন নির্বাচন ও উপজেলা আওয়ামীলীগের সম্মেলন এবং আগামী ইউপি নির্বাচনকে ঘিরে সৃষ্ট একাধীক রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিপক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। মূলত ষড়যন্ত্রকারী ঐ প্রতিপক্ষরা হত্যাকান্ডের মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় পতিপন্ন করতে সাংবাদিককে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তিকর সংবাদটি প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে মনিরুল হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং প্রকৃত হত্যাকারীদের আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

প্রতিবাদান্তে,
আলহাজ্ব মুজিবর রহমান
সভাপতি, দেবহাটা উপজেলা আওয়ামীলীগ

চেয়ারম্যান, নওয়াপাড়া ইউনিয়ন,
দেবহাটা, সাতক্ষীরা।