তৃনমূল পর্যায়ে খান আলী মুনসুর‘র মত একজন নেতা হয় না: বরকত উল্লাহ বুলু

0
359

এস রফিক, ডুমুরিয়া: ডুমুরিয়ায় উপজেলা বিএনপির আয়োজনে কুরআন খানি,কবর জিয়ারত,আলোচনা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি খান আলী মুনসুরের ১ম মৃত্যু বার্ষিকী। সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন দেশের প্রায় প্রতিটি জেলা-উপজেলা ঘুরে দেখিছি তৃনমূল পর্যায়ে ডুমুরিয়ার খান আলী মুনসুরের মত নেতা দেখিনি।যত বার ডুমুরিয়ায় এসেছি দেখেছি তার অসাধারন রাজনৈতিক দক্ষতা ও জনপ্রিয়তা। দল এমন একজন নেতাকে হারিয়েছে যা কোন দিন,কোন ভাবেই পুরণ হবে না। কি ভাবে মানুষকে ভাল বাসতে হয়,তিনি তা শিখিয়ে গেছেন।একজন সফল রাজনীতিবীদ হিসেবে তার বিকল্প নেই।দলের এই ক্রান্তি লগ্নে আপনারা তাকে অনুস^রণ করে আগামীর পথ পাড়ী দিবেন বলে নেতা-কমির্ দের প্রতি আহবান জানান তিনি।ুগতকাল বৃহস্পতি বার বিকেলে উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে উপজেলা স্বাধীনতা চত্বরে আয়োজিত স্বরণ সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা,মহানগর বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি,জেলা বিএনপির সাধারন সম্পাদক আমির এজাজ খান,জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ গাজী আব্দুল হক,জেলা বিএনপির উপদেষ্টা মোল্যা আবুল কাশেম ও জেলা বিএনপির সহ-সভাপতি গাজী তফসীর আহমেদ। উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ সরোয়ার হোসেন,শেখ শাহিনুর রহমান ও শেথ ফরহাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্যদেন জলা বিএনপি নেতা শেখ আব্দুর রশিদ,মোল্যা খায়রুল ইসলাম,মনিরুজ্জামান মন্টু,মেজবাহুল আলম,উপজেলা ভাইচ চেয়ারম্যান গাজী আঃ হালিম,চেয়ারম্যান মোল্যা কবির হোসেন,জিএম আমানুল্লাহ,আঃ সালাম,শেখ দিদারুল হোসেন দিদার,জিয়াউর রহমান জীবন জহুরুল হক,অরুন গোলদার,শাহদাত হোসেন,আহম্মাদ আলী ফকির,হেমায়েত রশিদ খান,মোল্যা মশিউর রহমান,আঃ রব,আইয়ুব মাহমুদ মশিউর রহমান লিটন,ইকরামুল,ছাত্রদল নেতা মোল্যা শৈকত প্রমুখ।
শেষে মরহুমের আত্মার মাগফিরত কামনায় দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুর সালাম আল আজাদ।