ঘূর্ণিঝড় মোকাবেলায় দলীয় নেতা- কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ

0
297

খবর বিজ্ঞপ্তি:
ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলার জন্য খুলনা জেলার উপকূল এলাকার দলীয় সর্বোস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ। তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে দূর্গত এলাকার জনসাধারণকে জরুরিভাবে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া,খাবারের ব্যবস্থা করাসহ সার্বিক সহযোগিতার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন। তিনি শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের জরুরি সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। দলীয় কার্যালয়ে সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড.কাজী বাদশা মিয়া, এফএম মাকসুদুর রহমান, বিএমএ সালম, যুগ্ম সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ^াস বাচ্চু, সিনিয়র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, উপ-দপ্তর এ্যাড.শাহ আলম, যুবলীগনেতা সরদার জাকির হোসেন, আসাদুজ্জামান রিয়াজ, জামিল খান, জেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদার, মাহাফুজুর রহমান সোহাগ প্রমুখ। সভায় ঘূর্ণিঝড় মোকাবেলায় একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। মনিটরিং সেলে সার্বোক্ষনিক যোগাযোগের জন্য -০১৭১১ ০৬৫৪২৯/ ০১৭১৩৪১১৩৭৮/০১৭১০ ৯৬২৩৩৯ নম্বরের যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
সভায় দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি নারীনেত্রী বেগম ফেরদৌসী আলীর আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।