খুলনায় দিনব্যাপী প্রমিত উচ্চারণ, উপস্থাপনা আবৃত্তি বিষয়ক কর্মশালা, গুণিজন সম্মাননা

0
598

খবর বিজ্ঞপ্তি
শুক্রবার বিজয়’ ৭১ এর উদ্যোগে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি, খুলনায় দিনব্যাপী প্রমিত উচ্চারণ, উপস্থাপনা, আবৃত্তি বিষয়ক কর্মশালা, গুণিজন সম্মাননা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন আযম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর কালিপদ মজুমদার। কর্মশালা পরিচালনা করেন বিজয়’৭১ এর মূখ্য উপদেষ্টা কাজল ইসলাম।
গুনীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন এ, এম, কামরুল ইসলাম। তারক চাঁদ ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রফেসর সেলিনা বুলবুল, কল্লোল কুমার রক্ষিত, এ. এইচ. এম জামাল উদ্দীন এবং বিজয়’ ৭১ এর সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেন মোল্লা। সাহিত্য, সংস্কৃতি ও সমাজ সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ নন্দিত কথাসাহিত্যিক ফিরোজ আহমদ ও খুলনা ব্লাড ব্যাংককে বিজয়’ ৭১ সম্মাননা পদক-২০১৯ প্রদান করা হয়। সঞ্চালনা করেন সানজিদা আফরিন তন্বী ও দেবপ্রসাদ বিশ্বাস।