আশাশুনি থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-১৪

0
426

মইনুল ইসলাম, আশাশুনি:
আশাশুনিতে থানা পুলিশের অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাপলেট ও ২ মাদক ব্যবসায়ীসহ ১৪ আসামীকে গ্রেফতার করেছেন। সোমবার ও মঙ্গলবার আশাশুনি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম নেতৃত্বে থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে এসকল আসামীদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার এএসআই(নিঃ) নাজিম উদ্দীন, পিএসআই(নিঃ) সঞ্জীব সমদ্দার সঙ্গীয় ফোর্সের সহায়তায় ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাপলেটসহ গরালী গ্রামের মৃত আলী হোসেন গাজীর ছেলে ওমর ফারুককে একই গ্রামের গফ্ফার গাজীর ছেলে রুবেল গাজীকে গ্রেফতার করেন। এ বিষয়ে থানায় ১১(৯)/১৯নং একটি মামলা রুজু করা হয়েছে। অপরদিকে এএসআই (নিঃ) জয়নাল মোল্লা সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর-৬২/১৯ (ওয়ারেন্ট) মূলে আসামী বকচর গ্রামের শফিকুল সানার ছেলে সুজনকে গ্রেফতার করেন। এএসআই (নিঃ) পূর্ণানন্দ হরি, এএসআই(নিঃ) নাজিম উদ্দীন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর-৩১৬/১৯ (ওয়ারেন্ট) মুলে আসামী কাপসন্ডা গ্রামের নওয়াব আলী সানার ছেলে নজরুল সানাকে এবং একই গ্রামের নজরুল সানার মেয়ে জামিলাকে গ্রেফতার করেন। এএসআই(নিঃ) কায়ছারুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর-১০৫/১৮ (ওয়ারেন্ট) মূলে আসামী প্রতাপনগর গ্রামের ছোরাপ সরদারের ছেলে মারুফকে এবং একই গ্রামের মারুফ এর স্ত্রী জোহরাকে গ্রেফতার করেন। এএসআই (নিঃ) পূর্ণানন্দ হরি সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিআর-৮৬/১৯ (ওয়ারেন্ট) মুলে আসামী আগরদাড়ী গ্রামের আনছার আলী সরদার ছেলে জাকিম হোসেনকে গ্রেফতার করেন। সোমবার এসআই (নিঃ) বিজন কুমার সরকার সঙ্গীয় ফোর্সের সহায়তায় নিয়মিত ৮(০৯)/১৯ নং মামলার আসামী খড়িয়াটি গ্রামের মৃত গোলাপ গাজীর ছেলে মোক্তার গাজী (৪৯) কে গ্রেফতার করেন। অপরদিকে এএসআই (নিঃ) নাজিম উদ্দীন সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাঃ জাঃ-১৩/১৭ (ওয়ারেন্ট) মুলে আসামী ব্রহ্মম তেতুলিয়া গ্রামের আজগার গাজীর ছেলে আবুল কাশেম গাজীকে গ্রেফতার করেন। এএসআই (নিঃ) শাহজামাল সঙ্গীয় ফোর্সের সহায়তায় ননজিআর-২২/১৯ (ওয়ারেন্ট) মূলে আসামী সোনাতনকাটি গ্রামের নজরুল সানার ছেলে আছাদুল সানাকে গ্রেফতার করেন। এএসআই (নিঃ) জয়নাল মোল্লা সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিআর-২৮০/১৩ (ওয়ারেন্ট) মুলে আসামী কুড়িকাউনিয়া গ্রামের মহররম মোড়লের ছেলে সাইদুল মোড়লকে গ্রেফতার করেন। এসআই (নিঃ) বিজন কুমার সরকার, এসআই (নিঃ) ফণী ভুষন সরকার, এএসআই (নিঃ) আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় নিয়মিত ১০(০৯)/১৯ নং মামলার আসামী আশাশুনি পূর্বপাড়া গ্রামের বদিউজ্জামান মন্টুর ছেলে তাজ (২০) কে এবং আশাশুনি পশ্চিমপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস ওরফে ছোট এর ছেলে আল মামুন (২০) কে গ্রেফতার করেন।